বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

রামগঞ্জে তিন মাদক ব্যবসায়ী আটক 

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি 

রামগঞ্জে তিন মাদক ব্যবসায়ী আটক 

লক্ষ্মীপুরের রামগঞ্জে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রামগঞ্জ থানা পুলিশ। এই সময়ে তাদের কাছে থাকা ১২ ইয়াবা ও ১ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। 

গত শুক্রবার দিবাগত রাতে কাশিমনগর গ্রামের পাটওয়ারী বাড়ির পুলের পশ্চিম পাশ থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করেন মোহাম্মদীয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আবদুল আলিম। 

গ্রেপ্তাররা হলেন, লামচর গ্রামের বাজারের উপর বাড়ির দুলাল মিয়ার ছেলে মো. রাকিব হোসেন। ঠাকুর বাড়ির তৈয়ব আলির ছেলে শামিম আশরাফ তুহিন প্রকাশ সবুজ। মসজিদ বাড়ির শহিদুল্লাহর ছেলে শাহাদাত হোসেন মিরাজ। 

রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, তাদের গ্রেপ্তার করে শনিবার (২৪ ফেব্রুয়ারি) আদালতে প্রেরণ করা হয়েছে।

টিএইচ